loader

News Details

Kidney Foundation Hospital Academic Committee Meeting

Kidney Foundation Hospital Academic Committee Meeting

4th Feb, 2022

Academic committee meeting of Kidney Foundation, Bangladesh -2022.

Chairman- national professor A.K. Azad Khan.

                                                                          সভার কার্যবিবরণী

অদ্য ৪ ফেব্রুয়ারী, ২০২২ ইং তারিখ রাত ৮:৩০ মিনিটে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের একাডেমিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান। অধ্যাপক হারুন আর রশিদ, সভাপতি কিডনী ফাউন্ডেশন সভাটি পরিচালনা করেন। সভার প্রারম্ভে অধ্যাপক এ কে আজাদ খানকে সংবর্ধনা প্রদান করেন একাডেমিক কমিটিতে চেয়ারম্যান হিসেবে অন্তর্ভূক্ত থাকার জন্য। অন্যান্য সদস্যগণ ছিলেন অধ্যাপক মোঃ মুহিবুর রহমান, ব্রিগেডিয়ার (অব:) অধ্যাপক মামুন মোস্তাফি, অধ্যাপক কাজী শাহনুর আলম, অধ্যাপক শামিম আহমেদ, সহযোগী অধ্যাপক ডাঃ সাকিব উজ্জামান আরেফিন, সহযোগী অধ্যাপক ডাঃ সোয়েব নোমানী ও ডঃ এ.কে.এম হাবিবুল হক।

সভাপতি সাহেব চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে কিডনী ফাউন্ডেশনের বিগত বৎসরের কার্যক্রম সংক্ষেপে উল্লেখ করেন। 

নিম্নে ইংরেজীতে তা লিপিবদ্ধ করা হইলো।

Introduction:

Ongoing activity:

Planning for 2022-

1. February-December: ongoing weekly lectures for medical officer working in Kidney Foundation by zoom and face to face in class room to continue

2. Planning to include General practitioner, and other interested doctors to join 

3. Case report presentation by Medical officer.

4. Review of death cases in KF stand other interested cases      admitted in the word

5. Review of histological slide-weekly and to send slide in Royal London hospital in controversial diagnosis cases

6. Tto be held transplant case presentation every Sunday in a week.

7.  March-

Observation of world kidney day in march-10, Thursday.

Theme-kidney health for all.

Bridge the knowledge gaps to better kidney care.

This year Bangla language is included by International Society of Nephrology in the survey conducted by (ISN)for all Bangla language nationals in the world. To convert English into  Bangla language the responsibility  is given to Dr Harun Ur Rashid, President, Kidney Foundation of Bangladesh.

Other existing program in Kidney Foundation, Bangladesh are:

1. Newsletter -3-4 in a year, next expected in February 3rd week

2. Planning for a journal-to be discussed amongst us?

Renal sister program for 2022

K.F.B have promoted from C to -B-and now A level this year; this means we can be promoted to as mentor center from emergence center and able to give training to other emergence centers-making trios and also claim as an institute recognized by ISN:

To do that, following programs to be taken in 2022 and 2023.

1. To activate more CME with Royal London hospital, UK-twice this year

2. Strengthening Renal histology program with Royal London Hospital with histology dept.–weekly.

3. Online teaching program with Royal London Hospital on kidney diseases:

Last year we did lecture on Diabetes mellitus, hypertension and Glomerulonephritis management along with research presentation by 7 research fellows doing PhD in Royal London Hospital

Therefore, this year we can do on” Management of Chronic Kidney Disease”; Anemia, Renal bone disease, kidney transplantation and other important issues

4. We also aim to do CME program with with ISN

5. Bangladesh-Korea friendship conference to be continued

6. Training for renal nurses to continue

7. Treining for Renal dietitian with Wayne state university, USA

Other academic activity in Research-international.

1. Ongoing survey with IFKF-WKA with KFB-multinational study on “patients well-being in patients with CKD, HD, CAPD for World Kidney Day”

2. Awareness of health care professionals in Deceased Donor Transplant with Asian Society of Transplant (AST)and KFB.

3. Covid infection in HD, and Transplant patients with AST-a multi-national study.

4. Side effect Covid vaccine in transplant patients with AST-multinational study.

Research –National:

3. CKD in arsenic and non-Arsenic area in Cumilla

4.Infection in AVF in HD- patients

5.CAPD-Peritonitis


Other Academic activity:

1. Three abstracts accepted in ISN for 10th February meeting-2022

2. short film for ISN- film accepted.

3. Abstract accepted in Korea Vital link seminar-2021

4. Abstract accepted by NKF, USA

5. kidney foundation is working with USRDs data collection since 2003

6. Bangladesh data on organ transplant is sending to who for last two years-published in 2021(GODT)

Publication-

Journal publication: Need discussion

J for nephrology or j combined with DM, HTN, Kidney disease or j with kidney disease and urology???

এর পর আলোচনা শুরু করেন অধ্যাপক এ.কে আজাদ খান:

১। আলোচনায় স্থান পায় কিডনী ফাউন্ডেশনের একাডেমিক কার্যক্রম কিভাবে আরো বিস্তার করা যায় এ ব্যাপারে অধ্যাপক এ কে আজাদ খান কিডনী ফাউন্ডেশনে ডাক্তারদের ট্রেনিং এর কথা বলেন। 

২। একাডেমিক কার্যক্রম আরোও বৃদ্ধি করার জন্য নিউজ লেটার এবং জনসাধারণের কিডনী রোগ সম্বন্ধে সচেতন হবার জন্য বাংলায় নিউজ লেটার বের করার জন্য গুরুত্ব আরোপ করেন। 

৩। এ ছাড়াও কোন জার্নাল বের করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়। 

ডাঃ এ কে আজাদ খান সাহেব জানান যে, বাংলাদেশে অসংখ্য জার্নাল বের হয়। অনেকগুলো মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বৎসরে ২-৩ টি সংখ্যা বের করে থাকেন। তবে পূর্ণ জার্নালের বড় অভাব যা বিদেশে সমাদৃত এবং আন্তর্জাতিক মাণদন্ডে দাড়াতে পারে। ডাঃ মামুন মোস্তাফি বলেন তিনি বাংলাদেশে রেনাল জার্নাল যেটা বেশ কয়েক বৎসর বেড় করা হতোনা, বর্তমানে তা আবার যথাযথ নিয়ম অনুযায়ী বৎসরে ২ বার বের করা হচ্ছে। 

ডাঃ কাজী শাহনুর আলম বলেন  ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজ ও ইউরোলজী থেকে কিডনী জার্নাল বের করে থাকেন। 

এ সমস্ত বিবেচনা নিয়ে এ মুহুর্তে জার্নাল না বের করে বরং নিউজ লেটার ইংরেজী এবং বাংলায় বের করা সমিচিন হবে। 


সভায় আর কোন আলোচনা না থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করা হয়।